শুরু হলো অনলাইন আম উৎসব

২২ জুন, ২০২০ ১৭:১৭  
ই-কমার্সের মাধ্যমে বাগান থেকে মৌসুমী ফল আম সরাসরি ক্রেতার ঘরে পৌঁছে দিতে শুরু হলো অনলাইন ‘আম মেলা ই-বাণিজ্যে সারাবেলা’। বাণিজ্যমন্ত্রণালয়ের তত্বাবধানের ই-ক্যাবের ১২শ’ অনলাইন শপে এই মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (২২ জুন) ওয়েবিনারের মাধ্যমে ডিজিটাল মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন। ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমালের সঞ্চালনায় সংগঠনের সভাপতি শমী কায়সার, ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান, বাণিজ্য মান্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, যুগ্মসচিব শফিক জামান, রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক, আইসিটি বিভাগের একশপ প্রকল্পের প্রধান রেজওয়ানুল হক জামি, চালডাল সিইও জিয়া আশরাফ, ইভ্যালি সিইও মোহাম্মাদ রাসেল, সব্জিবাজার ডট কম সিইও মোহাম্মাদ শাহীন, কেজি ক্লিক সিইও রাসেল আওয়াল প্রমুখ এসময় সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে রাজশাহীর এক হাজার খামারির মাধ্যমে এই সেবা চালু করা হয়েছে। ইতোমধ্যেই ৫০ মেট্রিকটন আমের বায়না পেয়েছেন ই-ক্যাব সদস্যরা। তারা প্রত্যাশা করছেন এই মেলার মাধ্যমে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ৫০ লাখ মানুষকে অনলাইনে আম সরবরাহ করতে পারবেন।